Consolidated কি? কিভাবে করে?
"নিজের ওয়ালেটে নিজের বিটকয়েন পাঠানো" বলতে কি বোঝায়?
প্রথমেই আমি আপনাকে বলব এই আর্টিকেলটি পড়ে আসার জন্য-
বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়আপনাকে জানতে হবে বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়। আর সাথে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি। আপনি যখন কাউকে বিটকয়েন পাঠাতে যাবেনক্স তখন আপনার জন্য, ইনপুট হল আপনি আপনার ওয়ালেটে যতবার বিটকয়েন রিসিভ করেছেন সেগুলো। আর আউটপুট হল যাকে/যাদেরকে পাঠাবেন। এইখানে ইনপুট এবং আউটপুট যত বেশি হবে, আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বড় হবে। ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দেয়া লাগবে। যখন বিটকয়েন এর ফি বৃদ্ধি পায়, তখন বেশি ইনপুট এর ট্রাঞ্জেকশনগুলোতে অতিরিক্ত ফি চলে যায়।
এইজন্য, যখন বিটকয়েন এর ফি কম থাকে, বিশেষ করে যখন ১ সাতোশি পার বাইট থাকে, তখন আপনি আপনার সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করার নামই হল কনসোলিডেট করা। মানে, আপনার সবগুলো বিটকয়েন আপনারই একটা এড্রেসে (একই ওয়ালেট থেকে) একটা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে একটা ইনপুটে নিয়ে আসবেন। সিম্পল। তাহলে আপনার ট্রাঞ্জেকশন সাইজ অনেক ছোট হবে যার কারনে আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না।
মোবাইলের চেয়ে কি ডেক্সটপ/ কম্পিউটার দিয়ে পাঠানো হলে ফাংশন বেশি পাওয়া যাবে, ফি কম লাগবে?
না। ফি একই। ডেস্কটপ ওয়ালেট আপনাকে বাড়তি একটা সুবিধা দিবে। কয়েন কন্ট্রোল। মানে, আপনার ওয়ালেটে একাধিক ইনপুট থাকলেও আপনি যে কোন একটা নির্দিষ্ট ইনপুট ব্যবহার করতে পারবেন (ইলেকট্রামে ইনপুট এর অপশন আছে কি না আমার মনে নেই, আমি এখন মোবাইলে) এবং যে কোন নির্দিষ্ট এড্রেস Avan ব্যবহার করতে পারবেন।
এখন আসি আপনার ১৪ ডলার ফি তে। আমি মাত্র মোবাইলে চেক করে দেখলাম, এইরকম কিছুই দেখি নি। আপনি কি 2FA ওয়ালেট ব্যবহার করছেন? 2FA ওয়ালেট এর জন্য আলাদা একটা ফি দিতে হয় কারণ, এইটা থার্ড পার্টির সাথে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেট। এইটা একটু জানান।