এখন আসি আপনার ১৪ ডলার ফি তে। আমি মাত্র মোবাইলে চেক করে দেখলাম, এইরকম কিছুই দেখি নি। আপনি কি 2FA ওয়ালেট ব্যবহার করছেন? 2FA ওয়ালেট এর জন্য আলাদা একটা ফি দিতে হয় কারণ, এইটা থার্ড পার্টির সাথে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেট। এইটা একটু জানান।

Little Mouse ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ ৩০ মিনিট বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর আমি সমস্যাটির সমাধান করতে পেরেছি।@Little Mouse ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমি এই সমস্যাটি সমাধান করতে পারতাম না। ফলে বরাবরই আমার বেশি পরিমাণ ফি দেওয়া লাগতো। সমস্যা হয়েছিল আমার Electrum wallet 2FA SegWit করা ছিল । যারা পরবর্তীতে এই ওয়ালেট ব্যবহার করবেন তারা 2FA disable করে রাখবেন।
2FA active থাকলে বেশি পরিমাণে এক্সট্রা ফি দিতে হয়।