@learn Bitcoin ভাই ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের এখানে শেয়ার করে কিন্তু আমি যে দারুন মুসিবতে পরেছি তার কি হবে?
আমি কি বলবো ভাই। আমি নিজেই ওয়ালেট সংক্রান্ত ঝামেলায় পড়ে গেলে Little Mouse ভাইকে নক করি। কয়েকদিন আগে একটা ঝামেলায় পড়েছিলাম। বিটকয়েন কোর ওয়ালেট থেকে ইলেকট্রামে বিটকয়েন সেন্ড করার সময় ১ সাতসি পার বাইট ফি পে করছিলাম। তারপর তো ট্রানজেকশন আর কনফার্ম হয় না। এদিকে ইলেকট্রামে আনকনফার্মড ট্রানজেকশনেও আমার ট্রান্জেকশন দেখায় না। সব ব্লকচেইনেও আমার ট্রানজেকশন ব্রডকাষ্ট হয় নাই। তারপর অনেক কিছু ঘাটাঘাটি করে ফেলে রাখরাম। একটু পর দেখি আনকনফারম্ড ট্রানজেকশনে শো করছে। তখন আমারই আরেকটা ওয়ালেট এড্রেস নিয়ে সেটাতে বেশি ফি দিয়ে আনকনফার্মড ট্রানজেকশন থেকে স্পেন্ড করে এটা ঠিক করা লাগছে। Little Mouse ভাই সব সময় এসব ব্যাপারে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। মাঝে মাঝে কনফিউজ্ড হয়ে যাই, ওিনার ডেডিকেশন দেখে মনে হয় ঝামেলায় আসলে উনি পড়েছেন।