Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Suzume
on 05/05/2023, 05:04:25 UTC
Snip

ভাই আমি আপনার কথায় এক মত।। বেশ কয়েক দিন ধরে দেখছি যে অনেক গুলো নতুন আইডি আমাদের লোকাল বোর্ড এ যুক্ত হয়েছে ।। @Bnl248 পূর্বে শুধু link পোস্ট করছিলো আমি বলেছিলাম যে পোস্ট এর দিকে খেয়াল রেখে যুক্তি স্থাপন করে পোস্ট করবেন ।। কিন্তু তিনি তাও আমার কথা খেয়াল রাখে নি ।। যদি এমন ভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি @Bnl248 ব্যান খাবে।। এখন তারা যদি নিজেদের ভালো নিজেরা না বোঝে তাহলে ভাই আমরা তো তাদের হাত তুলে খাওয়াই দিতে পারবো না ।। উনি যদি এই ধরনের এর কাজ থেকে বিরত না থাকে তাহলে তিনি নিজের ক্ষতি নিজেই করছে ।।