Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 08/05/2023, 02:12:27 UTC

প্রাইজবন্ড কার জন্য বেশী প্রযোজ্য?
যাদের হাতে অল্প টাকা আছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে চায়  প্রাইজবন্ড কিনে আর্থিক অবস্থার ভাগ্যে থাকলে পরিবর্তন হতে পারে । এই প্রাইজবন্ড কিনে ব্যক্তিগত লাভের পাশাপাশি দেশ গড়ার কাজে নিজেকে লিপ্ত রাখা যায়।

প্রাইজবন্ডের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে  সর্বপ্রথম প্রাইজবন্ডের স্কীমটি চালু করে। সরকার এই প্রাইজবন্ড বিক্রি করে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নেয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারের অভ্যন্তরীন উৎস হতে অর্থ আহরন করা অনেকটাই সহজতর। প্রাইজবন্ড পুনরায় সরকার জনগণের কাছ থেকে কিনে ঋণ পরিশোধ করেন।
আর বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন।