Post
Topic
Board Other languages/locations
Re: "হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
by
LDL
on 08/05/2023, 11:33:55 UTC

আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।

অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।  

আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।

আচ্ছা মনে করেন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেয়া হয়েছে অনেক আগেই যা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিটকয়েন ব্যবহার শুরু করে দিয়েছি। তাহলে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক সেভাবেই বিটকয়েনের উপর ক্রমবর্ধমান ট্যাক্স এর পরিমাণ সেভাবে বৃদ্ধি পাবে।।।

2009 সালে
১ কেজি চাউল ৩০ টাকা
১ কেজি আটা ২০ টাকা
১ লিটার দুধ ৩০ টাকা
১ লিটার পেট্রোল ৫৫ টাকা
১ হালি ডিম ২৪ টাকা
১ কেজি পোল্টি ৬০ টাকা
১ কেজি গরুর মাংস ৪০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৩০%(মনে করি)

২০২০ সালে
১ কেজি চাউল ৪০ টাকা
১ কেজি আটা ৩০ টাকা
১ লিটার দুধ ৫০ টাকা
১ লিটার পেট্রোল ৮৫ টাকা
১ হালি ডিম ৩৬ টাকা
১ কেজি পোল্টি ১২০ টাকা
১ কেজি গরুর মাংস ৬০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৪০%(মনে করি)


২০২৩ সালে
১ কেজি চাউল ৭০ টাকা
১ কেজি আটা ৬০ টাকা
১ লিটার দুধ ৮০ টাকা
১ লিটার পেট্রোল ১৪৫ টাকা
১ হালি ডিম ৬০ টাকা
১ কেজি পোল্টি ২৯০ টাকা
১ কেজি গরুর মাংস ৮০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৬০%(মনে করি)

২০২৫ সালে আল্লাহ যদি বাচাইয়া রাখেন
১ কেজি চাউল ১০০ টাকা
১ কেজি আটা ৯০ টাকা
১ লিটার দুধ ১৩০ টাকা
১ লিটার পেট্রোল ২৫৫ টাকা
১ হালি ডিম ১০০ টাকা
১ কেজি পোল্টি ৬০০ টাকা
১ কেজি গরুর মাংস ১৪০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৯০%(মনে করি)

এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব।