Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 08/05/2023, 17:34:16 UTC
⭐ Merited by ~speedx~ (1)
বিটকয়েনের  ট্রানজেকশন  ফি  এর এমন বেহাল অবস্থা কেন? 
আজকে ট্রাস্ট ওয়ালেটে  কিছু বিটিসি  ট্রানজেকশনকরতে গিয়ে  দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে  ১৮ ডলার অথচ  কিছুদিন আগেও সেটা  মাত্র কয়েক সেন্ট ছিল  ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি?
আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন সে বিষয়ে অলরেডি ফোরামে কথাবার্তা হয়ে গিয়েছে ,  এ বিষয়ে  Little Mouse  অলরেডি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছেন,  তার পোস্টটি কোট করলাম। আর আমারও অনুরোধ থাকবে  কয়েন  আলাপের  আর্টিকেলটি পড়ার  সেখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে  দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আসলে ট্রানজেকশন ফি এর দাম কেন বাড়ে
প্রথমেই আমি আপনাকে বলব এই আর্টিকেলটি পড়ে আসার জন্য- বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়
আপনাকে জানতে হবে বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়। আর সাথে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি। আপনি যখন কাউকে বিটকয়েন পাঠাতে যাবেন তখন আপনার জন্য, ইনপুট হল আপনি আপনার ওয়ালেটে যতবার বিটকয়েন রিসিভ করেছেন সেগুলো। আর আউটপুট হল যাকে/যাদেরকে পাঠাবেন। এইখানে ইনপুট এবং আউটপুট যত বেশি হবে, আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বড় হবে। ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দেয়া লাগবে। যখন বিটকয়েন এর ফি বৃদ্ধি পায়, তখন বেশি ইনপুট এর ট্রাঞ্জেকশনগুলোতে অতিরিক্ত ফি চলে যায়।
এইজন্য, যখন বিটকয়েন এর ফি কম থাকে, বিশেষ করে যখন ১ সাতোশি পার বাইট থাকে, তখন আপনি আপনার সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করার নামই হল কনসোলিডেট করা। মানে, আপনার সবগুলো বিটকয়েন আপনারই একটা এড্রেসে (একই ওয়ালেট থেকে) একটা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে একটা ইনপুটে নিয়ে আসবেন। সিম্পল। তাহলে আপনার ট্রাঞ্জেকশন সাইজ অনেক ছোট হবে যার কারনে আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না।
বিটকয়েন এর ফি দেখুন- mempool.space

Quote
আর কতদিন এমন  অবস্থা থাকতে পারে ?  এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?
এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু  ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে  পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.।
বিকল্প হিসেবে  আমি এখন  আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন  করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য।
তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে  এক্ষেত্রে আপনি BNB , Polygon matic   ব্যবহার করতে পারেন।