এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.।
বিকল্প হিসেবে আমি এখন আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য।
তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে এক্ষেত্রে আপনি BNB , Polygon matic ব্যবহার করতে পারেন।
আমার জানামতে প্রতি ২ সপ্তাহ পর পর ফি এডজাস্ট করা হয়। এক্ষেত্রে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কারন মিমপুল এ ৭২ ঘন্টা পর পর যে সকল ট্রানজেকশন এ লো ফি এড করা থকে তা সরিয়ে দেওয়া হয় বা ক্যান্সেল হয়ে যায়। এইভাবে মিমপুল কে স্ট্রেস মুক্ত করা হয়। যদিও এটি নির্দিষ্ট না তবে আর ১ সপ্তাহ পর হয়ত ফি লো হয়ে যাবে। অথবা যাদের ট্রানজেকশন ফেইলড হয়ে গেছে তারা হয়ত পুনরায় বেশি ফি দিয়ে নতুন ট্রানজেকশন ব্রডকাস্ট করবে। যার ফলে ফি এর পরিমান একই থাকতে পারে। তবে গতকাল এর তুলনায় যেখানে ৬২০ সাতোশি পার বাইট ফি প্রদান করতে হয়েছে হাই প্রাইওরিটি তে, সেখানে আজ তা ২৫৫ সাতোশি পার বাইট।
ধীরে ধীরে ফি কমে আসার সম্ভবনা আছে এবং
Blockchair.com এর তথ্য অনুযায়ী পরের এডজাস্ট হইতে সময় বাকি ১ সপ্তাহ।
এইসকল সিচুয়েশন এর জন্যই সকল ক্ষেত্রে লাইটনিং নেটওয়ার্ক এর ব্যবহার কার্জকর করা বেশি জরুরি বলে আমি মনে করি।