বিটকয়েন বাংলাদেশের অনুমোদন দিলে অবশ্যই ট্যাক্স পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হবে ২০২৩ সালে বিটকয়েনের উপর ট্যাক্স ৬০% যদি ট্যাক্স ধরা হয় তাহলে যারা বিটকয়েন ব্যবহার করবে তারা পথের ফকির হয়ে বসে থাকবে। তাই আমাদের দেশে যেরকম আছে এভাবেই থাকাটা আমি ভালো মনে করি যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে দেশে যত নেতারা আছে তাদের ওয়ালেটে বিটকয়েনের অভাব হবে না। যারা প্রতিনিয়ত বিটকয়েন দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে তাদের ট্যাক্স দিতে দিতে ফকির হয়ে যাবে তাই যেরকম আছে বর্তমানে এরকম থাকাটাই বেটার আমরা যেভাবে বিটকয়েন ব্যবহার করি এভাবেই আমরা অনেক সুবিধার মধ্যে বিটকয়েন ব্যবহার করতে পারছি। বাংলাদেশে বিটকয়েন অনুমোদন যাতে ভবিষ্যতে না দেওয়া হয় এটাই আমার মন্তব্য বৈধতা দেওয়া হলে বর্তমানে বাংলাদেশ যে পজিশনে রয়েছে ভবিষ্যতে এতোটুকুও থাকবে না।
মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো।
এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি

একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে।