মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো।
এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি

একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে।
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
এবার আসি টাকা পাচারের ব্যাপারে। আপনার কি মনে হয় এখন টাকা কম পাচার হচ্ছে? টাকা এখনো অনেক ভাবেই পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিটকয়েনের মাধ্যমেও হচ্ছে। তবে বৈধতা পেলে অবশ্যই তারা সেটা আরো বড় হবে এই আর কি। তবে বৈধতা দিলে রেগুলেশন আসবে। রেগুলেশন আসলে আপনার কয় টাকা ইনভেস্ট আছে বিটকয়েনে, সেটা সরকার জানবে। আর এসব যদি অন্য কেউ জানে, তাহলে বিটকয়েনের মুল কন্সেপ্ট আর থাকলো না। বিটকয়েনের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হবে না।