আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।
আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না।
৩০% ভ্যাট করতেই পারে সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।