৩০% ভ্যাট করতেই পারে সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।
ফ্রিল্যান্সিং মারকেট প্লেস এর সাথে বিটকয়েন তুলনা করা ঠিক হবে কি না জানি না। মারকেট প্লেস যেই ফি কাটে, সেটা তারাই রেখে দেয়। সেখান থেকে সরকার কোনো প্রকার রেভিনিউ আর্ন করে না। উলটো, ফ্রিল্যান্সার রা যখন তাদের টাকা নিয়ে আসে, সরকার সেখানে ২% প্রনোদনা প্রদান করে। এই দিকে হিসাব করলে বিটকয়েন এর সাথে মারকেট প্লেস এর সাথে তুলনা করা ঠিক হবে না।
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।