ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। কপি পেস্ট করে পোষ্টের মান তো থাকেই না, সাথে চোর হিসেবে আখ্যায়িত করা হয়। আর আমি সম্প্রতি দেখছি অনেক নতুন নতুন অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে, যা হয়তো এ লোকাল থ্রেডের জন্য ভালো। কিন্তু যখন তারা এইভাবে স্প্যাম করে তখন লোকাল থ্রেডেরই বদনাম হয়। বারবার নিষেধ করার পরেও তারা একই ভুল একাধিক বার করে। সুতরাং ওয়ার্নিং না দিয়ে ডাইরেক্ট ব্যান দেওয়াই ভালো। এতে থ্রেডের রেপুটেশন ঠিক থাক। জানিনা কবে বাংলাদেশ একটি লোকাল বোর্ডে পরিণত হবে, অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এবং হওয়ার পরে এ সকল একাউন্ট না থাকাই ভালো।
নিয়ম কানুন তৈরি করা হয়েছে তা মেনে চলার জন্য, সেটা যদি কেউ অমান্য করে তাহলে তাদের এখানে না থাকাটাই সঠিক বলে আমি মনে করি। তবে সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে, কিন্তু সেকেন্ড চান্স পাওয়ার পরও যারা নিয়মকানুন মানবে না তাদেরকে ব্যান করে দেওয়াই ভালো। বাংলাদেশ লোকাল থ্রেডটি নিয়মিত মডারেটর দ্বারা পরিচালিত হইলে আশা করা যায় আমাদের আর এ সকল লো কোয়ালিটি পোস্ট এর সম্মুখীন হতে হবে না।