ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus
@Xal0lex
এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি।