Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 19/05/2023, 10:11:19 UTC
⭐ Merited by Dimitri94 (2) ,NicNacCoin (1)
ভাই আপনার লেখার ধরন দেখেই বোঝা যায় যে আপনার জ্ঞানের গভিরতা অনেক বেশি। তবে ভাই আমরা অনেকেই আছি এখানে যাদের অনেক বিষয়ে খুব ভাল জ্ঞান নেই। আপনি এবং আরও কয়েকজন সিনিয়র ভাই আছেন যারা চেস্টা করলে আমাদের  জ্ঞানের মাত্রা উপরের লেভেলে নিয়ে যেতে পারেন। আমি আশা করব জটিল যে বিষয়গুলো আছে তা যদি বিগিনারদের মত করে আমাদের মাঝে উপস্থাপন করেন তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। সর্বপরী আপনাদের বাংলা কমিউনিটি আরও সমৃদ্ধ হবে।

ভাই কি বলেন? এসব ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। আমি এসব ব্যাপারে কিছু না বুঝলে লিটল মাউস ভাইকে প্রশ্ন করি। লেজার একটা পপুলার হার্ডওয়্যার ওয়ালেট। যারা ব্যাবহার করে তারা তো খোজ রাখেই, যারা ব্যাবহার করে না তাদের ও এসব জেনে রাখা ভালো মনে হয়। এটা টেকনিক্যাল কিছু না। শুধুমাত্র জানা আর না জানার ব্যাপার।

ফোরাম কমিউনিটি ভাইদের মনোযোগ আকর্ষন করার চেস্টা করছি।
প্রথমেই বলি আমার কাছে যা মেরিট ছিলো আমি তা শেয়ার করেছি। আপনার এই পোষ্ট নিয়ে একটু বলতে চাই। আমি জানি আপনার সিচুয়েশন টা কি। এখানে আমিও একসময় ছিলাম। একই কাজ আমরা অনেকেই হয়তো করেছি। কিন্তু আমার সাজেশন থাকবে পরবর্তীতে কেউ জেনো এরকম পোষ্ট না করে। আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি হয়তো আমাকে দেখে করেছেন, আমি হয়তো আরেকজনকে দেখে করেছি। তবে এসব পোষ্ট কে গ্লোবাল মেম্বার রা মেরিট বেগিং বলে বিবেচনা করে থাকে। একই সাথে আপনাদের অন্য একটা কথা বলে রাখি, যখনই কেউ পরের রেংক এর কাছে চলে যাবেন, দয়া করে লিটল মাউস ভাইকে বা সাশান ভাই কে পি এম করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করবো। লিটল মাউস ভাই আপনাদের ভালো পোষ্ট গুলো মেরিট সোর্স এর কাছে সাবমিট করবেন। এটা নিয়ে ওনার সাথে একটু আলাপ হয়েছে। এসব ব্যাপার পাবলিকলি শেয়ার করা উচিৎ না। কিন্তু পোষ্ট করতে বাধ্য হলাম কারণ এরকম পোষ্ট আস্তে আস্তে একটা কালচারে পরিনত হয়ে যাবে। যেটা আমাদের জন্য ভালো হবে না।

তবে আমি আপনাকে একটি থ্রেডে কাউন্ট ডাউন দেওয়ার জন্য অনুরোধ করব ,সেখানে যদি আপনি কাউন্টডাউন দেন তাহলে আজকের দিনের মধ্যেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...
এখানে আমার সময় আমি কাউন্ট ডাউন পোষ্ট করেছিলাম আর একটা কি ২ টা মেরিট পেয়েচিরাম যা খুবই ডিসএপয়েন্টেড ব্যাপার  Undecided