ওখানে কাউন্ট ডাউন দিলে @Ratimov এসে কাউন্ট ডাউন থেকে অনেক মেম্বারকে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে কয়েকটি মেরিট শর্ট থাকে সেগুলো সে দিয়ে থাকে। তাছাড়া ওখানে কাউন্টডাউন দিলে ওই পোস্টে মেরিট দেয়া রুলসের মধ্যে নেই। ওখানে কাউন্ট ডাউন দিলে গ্লোবাল থেকে বড় বড় মেম্বার এসে প্রোফাইল গেটে ভালো পোস্টে মেরিট দিয়ে থাকে।
আমিও এটাই জানতাম। তবে আমার বেলায় এরকম টা হয়নি। আমি তো ১০ দিনে ২ টা মেরিট পেয়েছিলাম সেখান থেকে। সেখানে পোস্ট করার পর ১০ দিনেও কোনো মেরিট সোর্স আমার প্রোফাইল দেখে নি। তবে এই ১০ দিনে আমি আমার লোকাল থ্রেড থেকে সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছি। আর এজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ! লাস্ট টাচ টা দিয়েছে লিটল মাউ ভাই। এই কয়েকজন মানুষ আমাদের সাথে না থাকলে আমরা হয়তো মোটিভেশান পেতাম না।
এছাড়া যারা আমাকে তাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
আপনাকে অভিনন্দন! আপনি ডিজার্ভ করেন বলেই আজকে ফুল মেম্বার হতে পেরেছেন। আমি মনে করি আমাদের থ্রেড এর অনেকের মাঝেই ভালো র্যাংক আপ করার পোটেনশিয়ালিটি আছে। নতুন কিছু মেম্বার রা ইম্প্রুভ করছে যেটা দেখে সত্তিই ভালো লাগছে। এখন আমাদের দরকার হাই র্যাংক মেম্বার। সবাই আস্তে আস্তে র্যাংক আপ করতে থাকুন। ফোরামে নিজের একটা স্থান তৈরি করুন। Sashan, Little Mouse এগুলা একেকটা ব্র্যান্ড এর মতো হয়ে গেছে। তাদের নাম বললে ফোরামে ম্যাক্সিমাম মানুষ চিনবে। আপনাকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেনো আপনার নামেও মানুষ চেনে। বাংলাদেশ এর নাম শুনলে যেনো বলে ও হ্যা, এই নামে একজন বাংলাদেশি ফোরাম মেম্বার আছে। সবাই গ্লোবাল বোর্ড গুলোতে ছড়িয়ে পরুন। শুধু পোস্ট কোটা পুরন করার জন্য পোস্ট না করে, কন্সট্রাকটিভ পোস্ট করুন। সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন। আর চেস্টা করবেন আপনার শেকড় না ভুলে যেতে। লোকাল থ্রেড এ প্রতিদিন অন্তত একটা পোস্ট করুন। না পারলে দুইদিন এ একটা করুন। তবুও একটিভ থাকুন! সবাইকে শুভ কামনা!
আর Dimitri94 ভাই আপনাকে আবারো অভিনন্দন!