Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 26/05/2023, 12:10:04 UTC
ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেয় তাহলে ৩৫% এর উপরে হয়তো কর দিতে হবে । তখন আমাদের মনে হতে পারে যে বৈধতা না দেয়াই ভালো ছিলো ...!

সরকার কীভাবে আমাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির উপর কর ধার্য করবে? কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে কর গ্রহন করবেন? আমি এখন বিটকয়েনে বিনিয়োগ করেছি তা আমি ছাড়া কেউ জানে না। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে তাহলে কি সরকার জানতে পারবে আমার কাছে বিটকয়েন আছে আমি বিনিয়োগ করেছি? আমি যদি সরকারকে আমার বিনিয়োগের মুনাফা থেকে কর প্রদান না করি। তা হলে কি আমার কাছে থেকে কর নিতে পারবে?