তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।
আপনার এই আলোচনাটি যেহেতু বিটকয়েনের বহির্ভূত আলোচন। তবুও বাংলাদেশি ভাই হিসাবে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আপনি মনে হয় টিন সার্টিফিকেট বাতিল করার কথা বলছেন? আমি যতদুর জানি প্রথমে আপনাকে তিন বছর ০ রিটার্ন জমা দিতে হবে। যদি আপনার টিন সার্টিফিকেট টি থাকে তাহলে আপনাকে সেই সনদটি নিকটস্থ কোনো কর অফিসে যেতে হবে। একটা আবেদন ফরম তুলে পুরন করতে হবে এবং যেহেতু আপনার মায়ের নামে করা ছিলো আপনার মায়ের আইডি কার্ডের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে জমা দিতে হবে। কিছুদিনের মধ্যে হয়তো আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর যদি জানানো না হয় তাহলে অবশ্যই আপনাকে আবার তাদের সাথে যোগাযোগ করতে হবে। এভাবে আপনি আপনার সমস্যা আশা করি সমাধান পেয়ে যাবেন।
কাট
[/quote]
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি ভাবছি সরকার হয়তো বুঝতে পারবে না যে আমার কাছে বিটকয়েন আছে। বিটকয়েন বৈধ করা হলে আমি অবশ্যই সরকার কে কর প্রদান করবো দেশের আইন মেনে চলবো।