Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 26/05/2023, 13:52:22 UTC
আজ পবিত্র জুমার দিনে বাংলাতে চলে আসলাম। এখানে জানি সবার সাপোর্ট পাব। দীর্ঘদিন বাউন্টি প্রজেক্টগুলোতে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে বাউন্টি প্রজেক্ট গুলোর অবস্থা খুবই বাজে। তাই এখানে আমি কাজ করে আমার র‍্যাংক পরিবর্তন করতে চাই।

তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।



উপরের ছবিটি একটু ভালো কোরে লক্ষ্য করুন, মার্ক করে দেয়া আছে,  আপনি যে টিন সার্টিফিকেট টি করেছেন সেখানে "ট্যাক্স জোন" বা "ট্যাক্স সার্কেল" এর ঠিকানা দেয়া আছে , এটার মানে হচ্ছে আপনাকে  যে জোনের অফিসের ঠিকানা দেয়া হয়েছে সেখানেই আপনাকে ট্যাক্স বা রিটার্ন জমা দিতে হবে। আর আপনি যদি বাতিল করতে চান তাহলে উক্ত সেই ঠিকানার অফিস থেকেই বাতিল করতে পারবেন।
 

সরকার কীভাবে আমাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির উপর কর ধার্য করবে? কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে কর গ্রহন করবেন? আমি এখন বিটকয়েনে বিনিয়োগ করেছি তা আমি ছাড়া কেউ জানে না। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে তাহলে কি সরকার জানতে পারবে আমার কাছে বিটকয়েন আছে আমি বিনিয়োগ করেছি? আমি যদি সরকারকে আমার বিনিয়োগের মুনাফা থেকে কর প্রদান না করি। তা হলে কি আমার কাছে থেকে কর নিতে পারবে?

ভাই একটা দেশ এমনিতেই কি টিকে থাকে ?? আমাদের সরকার সতো কোটি টাকার উন্নত প্রোযুক্তি ব্যাবহার করে থাকে, সরকার ইচ্ছা করলে আপনার সকল ডিভাইস এবং আপনার সমস্থ লেনদেন ট্রাক করতে সক্ষন কিন্তু সরকার এগুলা নিয়ে মাথা ঘামায় না কারন তাদের সময় নাই এইসব ছোটোখাটো বিষয়  নিয়ে নাড়াচাড়া করার, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পারপাস জানতে চাওয়া হয়না, কিন্তু আপনি যে কোনো ব্যাংকে গেলেই ৫০ হাজার টাকার উপরে টাকা পাঠাতে গেলেই দেখবেন, কোন পারপাস এ টাকা পাঠাচ্ছে সেটা উল্ল্যেখ করা লাগে (অল্প কিছু মানুষের বিজনেস এ্যাকাউন্ট আছে তাদের এ্যাকাউন্টে যে লিমিট দেয়া আছে তার বেশি করতে গেলে পারপাস চেয়ে থাকে তাছারা তারা ১০লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে, পারপাস ছাড়া), প্রতিটা ব্যাংক এখন সব লেনদেন গুলো খুব ভালো ভাবে দেখছে। আপনি ১মাসের মধ্যে একটা সাধারন এ্যাকাউন্টে ১০ লক্ষ্য টাকা লেনদেন করেন তাহলেই বুঝতে পারবেন কতোগুলা কাগজ দেয়া লাগে।