দিন যাচ্ছে মানুষের মনে বিটকয়েনের প্রতি আস্থা বাড়ছে। একযুগ এর বেশি সময় ধরে বিটকয়েন টিকে রয়েছে, মানুষের অন্তরে বিটকয়েন জায়গা করে নিচ্ছে। আমরা জাতি হিসেবে বিটকয়েনে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের বাংলাদেশ নিয়ে বলি যখন বিটকয়েন বৈধ করা হবে। তখন আমার মনে হয় আমাদের বাংলাদেশ বিটকয়েন সম্পর্কে ইংরেজি বইতে (প্যারাগ্রাপ) দেখতে পাবো এবং বাংলা বইতে বিটকয়েন সম্পর্কে হয়তো রচনা দেখতে পাবো। আমাদের দেশেও বিটকয়েন ইস্কু বা বিশ্ববিদ্যালয় পড়ানো হবে। সম্পূর্ণ কথাটি আমি আমার নিজে থেকেই বলা এই তথ্য নিয়ে কোন জায়গায় কোন পোস্ট বা নিউজ দেখতে পাইনি।
এমন এক সময় আসবে বিটকয়েন পুরো বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করবে। সবাই বিটকয়েন ব্যবহার করতে শুরু করবে হয়তো।
আজকে আরেকটা বিষয় দেখতে পেলাম। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল প্রেমিক এমন কোন লোক নেই যে তাকে চিনেন না। রোনালদো বিটকয়েন ও বাইনান্স নিয়ে কিছু হয়তো কাজ শুরু করে দিয়েছে। বিটকয়েনে ম্যাগাজিনে একটি টুইট দেখতে পেলাম, রোনালদো বাইন্যান্সের লোগো দেওয়া একটি টি-শার্ট পরে ছবি আপলোড দিয়েছেন।
https://talkimg.com/images/2023/05/27/0700c62c6cc12164f772eb3df01262e4.jpegSource