দোয়া করবেন আর বেশি পথ দূরে নেই হিরো মেম্বার হওয়ার জন্য ।
আপনার প্রতি দোয়া রইল ভাই অতি শীঘ্রই যেন আপনি হিরো মেম্বারের পদমর্যাদা অর্জন করতে পারেন। বর্তমান সময়ে আমি একটা বিষয় খেয়াল করলাম আমাদের এই লোকাল কমিউনিটিতে লিজেন্ডারি সদস্য আছে, বেশ কয়েকজন সিনিয়র মেম্বার এবং কয়েকটি ফুল মেম্বার রয়েছেন। কিন্তু হিরো মেম্বার সদস্য দেখতে পাচ্ছিনা। @Crypto Library আমি আপনার প্রতি আবারও দোয়া করি আপনি অতি তারাতারি হিরো মেম্বার হয়ে যাবেন। এবং আমাদের লোকাল কমিউনিটির হিরো মেম্বারের অভাব আপনার ধারা পুরন হয়। হিরো মেম্বার হতে আপনার মাত্র ৩০ টি মেরিটের প্রয়োজন।
@NicNacCoin ভাইও আশাকরি অতি শীঘ্রই হিরো মেম্বার হয়ে যাবেন। তিনি বর্তমান সময়ে বাংলা লোকাল কমিউনিটি সকল সদস্যকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি @NicNacCoin ভাইয়ের জন্য দোয়া করি তিনি অতি শীঘ্রই হিরো মেম্বার হয়ে আমাদের লোকাল কম্মন কমিউনিটির সুনাম বয়ে আনবে। আপনার হিরো মেম্বার হতে ৮৫ টি মেরিটের প্রয়োজন।
@LDL ভাই আর অল্পকিছু মেরিট পেলে হিরো মেম্বার হওয়ার মেরিট অর্জন করবেন। তিনি এখনও ফুল মেম্বার হয়ে আছেন তার অ্যাক্টিভিটি কম থাকায় হিরো মেম্বার হতে আরো অনেক দিন যাবে। কিন্তু দুই চার দিনের ভিতরে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আপনার ভাই হিরো মেম্বার হওয়ার মেরিট পুরন করতে মাত্র ৩২ টি মেরিট প্রয়োজন।