অবশেষে পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, বাড়ির সাংসারিক কাজে একটু ব্যস্ত থাকায় অংশগ্রহণ করতে একটু দেরি হয়ে গেল। তবুও অনেকে জমা দিয়েছে দেখে ভাবলাম আজই জমা দিয়ে দেই। পিজ্জা আমি আজ বেলা সাড়ে তিনটার দিকে কমপ্লিট করেছি কিন্তু পেজের শুরুতে দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং পরিশেষে একটি ফ্রেশ পেজে জমাও দিয়ে দিলাম। বাড়িতে পিজ্জা বানানো এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সে প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে প্রায় অনেকে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব ভালো মানের পিজ্জা তৈরি করতে পেরেছে। দোয়া করি সবাই প্রতিযোগিতায় ভালো করুক।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অবশেষে পিজ্জা কনটেস্ট অংশগ্রহণ করেছেন। আপনার বানানো পিজ্জা টা অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতি দুয়া রইলো আপনি পিজ্জা কনটেস্টে বিজয়ী হন বা না হন, আপনি যেন অতি শীঘ্রই হিরো মেম্বার হতে পারেন।
আমি আগেও বলেছিলাম, প্রার্থনা করি আমাদের লোকাল কমিনিউটির কোন এক জন সদস্য যেন পিজ্জা কনটেস্টে বিজয়ী হতে পারে। আমি সবার প্রতি এই শুভ কামনা করি। সবাই যেন পিজ্জা কনটেস্টে বিজয়ী হতে পারেন।
ধন্যবাদ সকল পিজ্জা অংশগ্রহণকারীদের।
