প্রিয় Bitcointalk user বৃন্দ এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি, @Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ। আর প্রিয় ভাইদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
আপনাকে বাংলা লোকাল কমিউনিটিতে স্বাগতম। একটা বিষয় খেয়াল করলাম আপনি আজকে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন । কিন্তু আপনি হুবহু আমার একটি পোস্টে থেকে কপি করে পোস্ট করেছেন। আপনি শুধু পোস্ট এর প্রথমে কিছু শব্দ যুক্ত করে দিয়েছেন এবং পোস্টের লাস্টের দিকে কি শব্দ যুক্ত করে দিয়েছেন। আমি আমার পোস্টটি কোট করে দিলাম।
এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি, @Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ।
এভাবে অন্যের পোস্ট কপি করে পোস্ট করা ফরম এর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষেধ। এ রকম পোস্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দেওয়া হবে। তাই আগে থেকে সতর্ক হয়ে যান, এরকম কপি পোস্ট করা থেকে বিরত থাকুন। আপনি ওই পোস্টটি আপনার নিজের মত করে লিখতে পারতেন শুধু শুধু অন্যের পোস্ট কপি করে পোস্ট করলেন। আপনি নতুন আপনি বিটকয়েন ফরমের নিয়ম কারণ গুলি ভালোভাবে পড়ে নিবেন। @BitCoinDream ভাই এই থ্রেডের প্রথম পেজে সকল নিয়ম কানুন দিয়ে রেখেছেন তবুও আপনাকে কোট করে দিলাম।