এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার একটিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১০ অ্যাক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে
[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
আপনার জন্য দুয়া করি অতিশিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন।
ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি থ্রেড শেয়ার করার জন্য কারণ এটা যাদের অল্প পরিমাণ মেরিটের প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে ওঠার জন্য তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক। আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই