Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 05/06/2023, 09:10:13 UTC

তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি মেরিটের কথা উল্লেখ করেছেন ৭৫ মেরিট হলে কাউন্টডাউন দেওয়া যায়।
Quote
আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার একাউন্টটি ভিজিট করার নিমন্ত্রণ রইল 🥰
দোয়া করি আপনিও খুব শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আপনার ফুল মেম্বার হওয়ার আর মাত্র 31 টি মেরিটের প্রয়োজন। চেষ্টা করে জানি ইনশাল্লাহ খুব শীঘ্রই সফলতা পেয়ে যাবেন। অগ্রিম শুভেচ্ছা,,,