Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 05/06/2023, 09:28:00 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।
হ্যাঁ আপনার সাথে একমত এই ধরনের পোস্ট আমি আগেও দেখেছি যেখানে মেরিটের জন্য সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু সত্যি বলতে আমি ফোরাম রুলস সম্পর্কে যতটুকু জানি মেরিট চাওয়া Merit Begging এর পর্যায়ে পড়ে যা সম্পূর্ণ ফোরাম রুলস বিরোধী। হয়তো আমাদের লোকাল থ্রিডে সিনিয়র ভাইয়েরা বিষয়টিকে ততটা নেগেটিভলি না নিয়ে আরো উৎসাহিত করেছেন যেন সবাই ফোরামে পরবর্তী রাঙ্ক অর্জন করতে পারে। আমরা যত বেশি উচ্চ র‍্যাঙ্ক অর্জন করতে পারব ততই আমাদের জন্য ভালো। আমাদের সবাইকে সবার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল বিশেষ করে সিনিয়র ভাইদের কারণ তারা আমাদের অভিভাবক সমতুল্য।