আচ্ছা এইখানে জয়েন হতে হলে কি কি করা লাগবে এবং কিভাবে কি করতে হবে কত মেরিট লাগবে সমস্ত কিছু কেউ একটু বুজিয়ে দিবেন আমি আসলে জানিনা কিভাবে জয়েন করতে হয় কেউ যুদি সমস্ত কিছু জানেন তাহলে আমাকে একটু জানাবেন ।
প্রথমত আপনাকে ফ্রি রেফেল এ জয়েন হতে মিনিমাম মেম্বার র্যাংকের ফোরাম একাউন্ট হতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার মেম্বার র্যাংকের মেরিট হয়েছে কিন্তু এক্টিভিটি কম হওয়ার কারণে আপনার ব্যাঙ্ক টি মেম্বার দেখাচ্ছেনা। তাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনি এই রেফেলে অংশগ্রহণ করতে পারবেন না। আর অবশ্যই কোন রেফেল অথবা কোন ক্যাম্পেইন বা কোন গিভওয়েতে অংশগ্রহণের আগে অবশ্যই ওই ক্যাম্পেইনে রুলস গুলো সঠিকভাবে পড়ে নিবেন। কারন আপনি যদি রুলস অমান্য করেন তবে আপনি ক্যাম্পেইনের জয়েন হতে পারবেন তো না বরং আপনার একাউন্ট নিউট্রাল ফিডব্যাক পেতে পারে। তাই অবশ্যই ক্যাম্পেইনের রুলস গুলো ভালোভাবে পড়বেন এবং নিয়ম অনুযায়ী জয়েন করবেন যদি আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী যোগ্য হন। সাথে অভিনন্দন জানাচ্ছি আপনি আর কিছু এক্টিভিটি অর্জন করলেই মেম্বার রেঙ্কে পদার্পণ করবেন তখন আপনি এই ধরনের Utopia র ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।