আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন,সুস্থ আছেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম আগের থেকে অনেক আনএক্টিব হয়ে গিয়েছে। এই লোকাল বোর্ডে আগের মত সিনিয়র ভাইয়েরা এক্টিব থাকেন না। তারা আগে তাদের জুনিয়রদের অনেক সাহায্য করতেন,জুনিয়রা কিছু না বুঝলে তারা সুন্দর ভাবে তারা সেটি বুঝিয়ে দিতেন। কিন্তু আমরা তাদের অনুপস্থিতি এখন বুঝতে পারছি। তাদের এই বাংলা লোকাল বোর্ডে এক্টিব থাকা খুবই দরকার,তাদের খুবই প্রয়োজন,যাতে আমাদের মত যারা নতুন সদস্য আছি তারা সিনিয়র ভাইদের কাছে থেকে সাহায্য পেয়ে থাকি। বিশেষ করে @tjtonmoyভাই,@Little Mouseভাই,@shasanভাই,@LDLভাই,@Bitcoin_peopleভাই,@Popkon6ভাই,@NicNacCoinভাই,@Crypto libraryভাই আরও অনেকে আছে তাদের এই লোকাল বোর্ডে খুব কম দেখা যায়। আশা করছি এই সিনিয়র মেম্বার ভাইয়েরা খুবই তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ডে ফিরে আসবে এবং আমাদের মত নতুন সদস্যদের সাহায্য করবে।
সম্প্রতি আপনি যেমনটা বলেছেন বাংলা লোকাল বোর্ড ে বিশেষ করে সিনিয়র ভাইদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। বিশেষ করে তাদের এখন লোকাল বোর্ডে পোস্ট করতে দেখা যায় না। আমরা সিনিয়র ভাইদের দ্বারা অনুপ্রাণিত কিন্তু তারা যদি আমাদের এই লোকাল সেকশনে অনুপস্থিত থাকে তাহলে আমরা সামনে এগিয়ে যাওয়ার ভরসা পাইনা। আগে কোন বিষয়ে অজানা থাকলে বা প্রশ্ন করা হলে সাথে সাথে সিনিয়র ভাইয়েরা এসে সঠিক উত্তর দিতেন কিন্তু এখন কয়েকজন সদস্য ছাড়া কাউকে তেমনভাবে লোকাল বোর্ডে একটিভ দেখা যায় না।
@Learn Bitcoin ভাই আমাদের লোকাল বোর্ডে একটিভ থাকলেও বাকি সিনিয়র ভাইরা কিন্তু আমাদের এই লোকাল বোর্ডে ইনঅ্যাক্টিভ। ভাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের এই লোকাল সেকশনে খুবই প্রয়োজন। আপনারা যদি আগের মত লোকাল সেকশনে একটিভ না হন তাহলে আমরা পোস্ট করার উৎসাহ হারিয়ে ফেলবো। আপনারা সবাই আবারও আমাদের এই লোকাল সেকশনে একটিভ হন।