Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 06/06/2023, 07:41:24 UTC
USA এর SEC, Binance ও Binance এর CEO CZ কে ইউএস এর সিকুরিটি রুলস ব্রেক করার জন্য আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়ে।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ও নিউজ করেছে।Binance তার গ্রাহকের আমানত নিয়ম বহিঃভূতভাবে ব্যবহার করেছে।



এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ক্রিপ্টোমার্কেটে কেমন প্রভাব পরতে পারে?Binance এ থাকা সম্পদগুলো কি করা উচিৎ? অভিজ্ঞদের মতামত আশা করছি।
বাইনান্সের মালিক বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু পরবর্তীতে সেই সমস্যা থেকে বেরিয়েও এসেছেন।
এই পোস্টটি পড়ে আসুন: https://www.coinalap.com/binance-market-manipulator/

আপনাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে CFTC(Commudity Feature Trading Commission) https://cointelegraph.com/news/binance-and-cz-sued-by-cftc-over-us-regulatory-violationsবাইনান্সের বিরুদ্ধে শর্ত বা আইন ভঙ্গ করার জন্য কঠিন অভিযোগ আনে। তখন কিন্তু আমাদের মত আমজনতা বলাবলি করতে আরম্ভ করেছিল এই হয়তো বুঝি FTX  এর মত বাইনান্স বুঝি উড়াল দিল। কিন্তু পরিস্থিতি ঠিকই সামাল দিয়েছে বিনিময়ে আমাদের মত কিছু আমজনতা ওই সময় মার্কেট নিম্নমুখী হয়েছিল এবং যারা না বুঝে ভয়ে ছিলাম তারা কিন্তু জমানো বিটকয়েন বা অন্যান্য কারেন্সি বিক্রি করে দিয়েছিলাম।
আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ক্রিপ্টো কারেন্সিতে যখন খারাপ নিউজ আসে ঠিক তার পরবর্তী সময় মার্কেট অবশ্যই ভালো হবে। খারাপ পূর্বাভাস মানে ভালো মার্কেটের ইন্দন।