Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 06/06/2023, 08:33:16 UTC
কাট~
ধন্যবাদ জানাই আপনাকে আপনি খুবই সুন্দর ভাবে @GazetaBitcoin স্যারের পোস্ট বাংলা অনুবাদ করেছেন। দেখা যায় আপনি এর আগেও দুটি পোস্ট অনুবাদ করেছিলেন। সেই পোস্ট দুটি আমি পড়েছি। আশা করি আপনি আরো @GazetaBitcoin স্যারের আরো পোস্টগুলি বাংলা অনুবাদ করে আমাদের সম্মুখে উপস্থাপন করবেন।

আসলে ভাই আমাদের কিছু কিছু নতুন বাঙালি ভাইদের কপি পেস্ট দেখে মনে হচ্ছে তারা হয়তো কিছু বোঝেনা অবুঝ শিশু। সম্পূর্ণ পোস্ট পরলাম এবং দেখলাম এই পোস্টটি করেছিল আমাদের ফোরামের একজন সিনিয়র সদস্য NicNacCoin ভাই।
আর Borth234 গতকালকে একাউন্ট খুলে একটি পোস্ট করেছে তিনি হয়তো নিজেকে অনেক চালাক ভেবেছেন। কয়েক পেজ ভিতরে  গিয়ে পোস্ট একটা পড়ে কপি করে এসেই নিউ পোস্ট করে দিয়েছে। কিন্তু তিনি যে এত চালাক হয়তো সে ভাবছে ফোরামে মনে হয় অন্য কোন লোক নেই যে তার এই কপি পোস্টটি ধরতে পারবে না। কিন্তু সে বোধ হয় জানেনা যে অতি চালাকের গলায় দড়ি পরে। আসলে এরকম নতুন ইউজার ভালোভাবে রুলস না পড়ে অমান্য করে কপি পেস্ট করে তাও অন্যজনের পোস্ট। অবশ্য এরকম লোকেদের একাউন্ট ব্যান খাওয়া উচিত
সত্যি বলেছেন ভাই, @Borth234 তিনি পোস্ট টি দিলেন তার তো একটু ভাবা উচিত ছিলো। তিনি কবে কোন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছিলো? তিনি তো এখনো নবাগত ইউজার  Grin

যাইহোক আমাদের লোকাল কমিনিউটিতে বর্তমানে অনেক নতুন ইউজার আগমন ঘটেছে। আশা করি আমাদের এখন লোকাল থ্রেডের অনেক উপকার হবে। সকল নতুন ইউজারদের উদ্দেশ্যে বলি  আপনারা দয়া করে কেউ কপি পেস্ট করবেন না। এই কপি পেস্ট করার কারণেই আপনার নিজের অ্যাকাউন্ট ব্যান্ড হবে এবং আমাদের লোকাল কমিউনিটির বদনাম হবে।


Quote
কালকে একজন বাংলাদেশী পিজ্জা সাবমিট করছে। বাপের জীবনে কোনোদিন পিজ্জা দেখছে বলে মনে হয় না।
Grin ভাই যদি পিজ্জা দেখতো তাহলে তো আর এইভাবে তৈরি করত না  Grin Grin। @UHX93 ভাই আপনি কি আসলেই পিজ্জা দেখেন নাই  Grin

আপনাদের পোস্ট দেখে তার বানানোর পিজ্জাটি দেখতে গিয়েছিলাম। কাঁচা মরিচ, রসুন, আলু, ময়দা ইত্যাদি, পিজ্জাটি BAKING করা হয়নি। চুলায় দিয়ে বিটকয়েনের লগো দিয়া, কাচা মরিচ উপরে দিয়া পিক তুলে পোস্ট দিয়েছেন। @UHX93 ভাই আপনি তো ইউটিউব ভিডিও দেখতে পারতেন। দেখে শিখে তার পর পিজ্জা বানানো শুরু করতেন।
আপনার কারনে আমাদের সকল বাংলাদেশীদের দুর্নাম হলো, @Rikafip স্যার তিনি বলেছেন আমরা বাংলাদেশী কিভাবে পিজ্জা বানাই।

আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড  এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন

ধন্যবাদ সবাইকে!!
বাংলা লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম। আপনার পোস্টটিতে দেখলাম পোস্ট করার সময় আপনি বিরাম চিহ্ন ব্যবহার করেননি। বিরাম চিহ্ন ব্যবহার না করার ফলে পোস্ট পড়তে অসুবিধা হয়। তাই আপনি পরবর্তী পোস্ট করার সময় অবশ্যই বিরাম চিহ্ন ব্যবহার করবেন।