tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে।
হারিয়ে যায় নাই ভাই,
আপনাদের মাঝেই আছি। একটিভ থাকি ঠিকই এবং আপনাদের পোস্ট দেখি। তবে নিজে কোন বিষয়ে পোস্ট করব, তা নিয়ে চিন্তাভাবনা করতে করতেই পরে আর পোস্ট করা হয়ে ওঠে না. সব সময়ই চাই এমন কিছু পোস্ট করতে যা অন্যদের সাহায্য করবে.
অফটপিক পোস্ট বা স্প্যাম পোস্ট চাইলে তো করাই যায়, কিন্তু তাতে কি কারো উপকার হবে? হয়তো খেয়াল করলে দেখবে্ যা কিছুই পোস্ট করি তা থেকে কেউ না কেউ একটু হলেও উপকৃত হবে। অফটপিক পোস্টও আছে কিন্তু তা খুবই কম। আর কোন বিষয়ে পোস্ট করব তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনাদের জানার আগ্রহ টা বাড়ান, যেটা বুঝতে পারছেন না সেটা জিজ্ঞাস করুন। অবশ্যই আমাদের সবটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে নিজে থেকে কি পোস্ট করব তা খুঁজে পাই না।
এছাড়া মেরিট এর কথা যে বললেন, আসলে ভাই লোকাল কমিউনিটিতে অনেক ভালো ভালো পোস্ট আছে, তবে আমার দেওয়ার মত সেন্ডেবল মেরিট নেই. থাকলে অনেক ভালো ভালো পোস্টে এ দিয়ে তা শেষ হয়ে গেছে।
Little Mouse ভাই হয়তো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছে। যার কারণে তিনি আমাদের মাঝে একটিভ হতে পারছেন না। অবশ্যই তিনি আবার আমাদের মাঝে ইনফরমেটিভ কোন একটি পোস্ট নিয়ে হাজির হবেন সে আশাতে আছি।
আপনারা আপনাদের মত পোস্ট করতে থাকেন, আমি এবং বাকি সবাই আছি এবং সবকিছুই দেখছি।
আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।