Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: শাসকরা যুগ যুগ ধরে তথ্য ও স্বাধীনতায় জনসাধ
by
Fuso.hp
on 06/06/2023, 09:07:10 UTC
⭐ Merited by Learn Bitcoin (1) ,synchronym (1) ,BD Crypto (1)
কাট~
আপনি এই পোস্ট যদি বাংলায় অনুবাদ না করতেন তাহলে হয়তো অনেকেই এই পোস্ট সম্পর্কে কিছু জানতে পারত না কিন্তু আপনি যখনই @GazetaBitcoin স্যারের পোস্ট বাংলায় অনুবাদ করে আমাদের এই বাংলা সেকশনে পোস্ট করেছেন যার ফলে বাংলা সেকশন এর বেশিরভাগ সদস্য এই পোস্ট সহজেই পড়তে পেরেছে।
@GazetaBitcoin স্যার এর কথা অনুযায়ী আপনার আরো কিছু পোস্ট বাংলায় অনুবাদ করার কথা আছে আমরা সেগুলোর অপেক্ষায় রইলাম।

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন,সুস্থ আছেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম আগের থেকে অনেক আনএক্টিব হয়ে গিয়েছে। এই লোকাল বোর্ডে আগের মত সিনিয়র ভাইয়েরা এক্টিব থাকেন না। তারা আগে তাদের জুনিয়রদের অনেক সাহায্য করতেন,জুনিয়রা কিছু না বুঝলে তারা সুন্দর ভাবে তারা সেটি বুঝিয়ে দিতেন। কিন্তু আমরা তাদের অনুপস্থিতি এখন বুঝতে পারছি। তাদের এই বাংলা লোকাল বোর্ডে এক্টিব থাকা খুবই দরকার,তাদের খুবই প্রয়োজন,যাতে আমাদের মত যারা নতুন সদস্য আছি তারা সিনিয়র ভাইদের কাছে থেকে সাহায্য পেয়ে থাকি। বিশেষ করে @tjtonmoyভাই,@Little Mouseভাই,@shasanভাই,@LDLভাই,@Bitcoin_peopleভাই,@Popkon6ভাই,@NicNacCoinভাই,@Crypto libraryভাই  আরও অনেকে আছে তাদের এই লোকাল বোর্ডে খুব কম দেখা যায়। আশা করছি এই সিনিয়র মেম্বার ভাইয়েরা খুবই তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ডে ফিরে আসবে এবং আমাদের মত নতুন সদস্যদের সাহায্য করবে।
আপনি যাদের নাম উল্লেখ করেছেন এই সিনিয়র সদস্যরা আগে রেগুলার আমাদের এই বাংলা বোর্ডে একটিভ থাকতো কিন্তু কোন একটা কারণে হয়তো তারা এখন আমাদের এই লোকাল বোর্ডে একটিভ নেই। যদিও @LDL, @Bitcoin_people এই দুইজন সিনিয়র সদস্য আজকে বাংলায় একটিভ হয়েছেন এবং দেখলাম তারা বাংলায় পোস্ট করেছেন কিন্তু তাদের অল্প সময়ের জন্য একটিভ যথেষ্ট নয় আগে তারা যেভাবে বাংলায় সময় দিত আমরা তাদের কাছ থেকে ঠিক সেরকম সময় আশা করি।
tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে।

@NicNacCoin এই সিনিয়র সদস্য হিরো মেম্বার রেঙ্ক এর খুবই কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু সম্প্রতি তার একাউন্টে কিছু নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে যার কারণে তিনি হয়তো এই একটিভ হয়ে গেছেন। সকল সিনিয়র সদস্য আবারও আগের মতো বাংলায় একটিভ হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।



Quote
কালকে একজন বাংলাদেশী পিজ্জা সাবমিট করছে। বাপের জীবনে কোনোদিন পিজ্জা দেখছে বলে মনে হয় না।
Grin ভাই যদি পিজ্জা দেখতো তাহলে তো আর এইভাবে তৈরি করত না  Grin Grin। @UHX93 ভাই আপনি কি আসলেই পিজ্জা দেখেন নাই  Grin
আপনাদের পোস্ট দেখে তার বানানোর পিজ্জাটি দেখতে গিয়েছিলাম। কাঁচা মরিচ, রসুন, আলু, ময়দা ইত্যাদি, পিজ্জাটি BAKING করা হয়নি। চুলায় দিয়ে বিটকয়েনের লগো দিয়া, কাচা মরিচ উপরে দিয়া পিক তুলে পোস্ট দিয়েছেন। @UHX93 ভাই আপনি তো ইউটিউব ভিডিও দেখতে পারতেন। দেখে শিখে তার পর পিজ্জা বানানো শুরু করতেন।
আপনার কারনে আমাদের সকল বাংলাদেশীদের দুর্নাম হলো, @Rikafip স্যার তিনি বলেছেন আমরা বাংলাদেশী কিভাবে পিজ্জা বানাই।
কিছু কিছু পিজ্জা দেখলে ভুলে যাই কোনটি আসল পিকচার। @UHX93 আপনি একটু চেষ্টা করেছেন পিজ্জা তৈরি করার কিন্তু আরেকজনের পিজ্জা সাবমিট দেখলাম যিনি শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে উপরে কিছু পেঁয়াজ কেটে দিয়ে সেটাকে পিজ্জা বলে চালিয়ে দিয়েছেন। ‌ আমি একটা বিষয় বুঝিনা আলু ভর্তা দেখতে পিজ্জার মত নাকি পিজ্জা দেখতে আলু ভর্তার মত।