Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 06/06/2023, 19:58:10 UTC
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।

আপনার মেনশন দেওয়াটা ঠিক আছে কারন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এবং যাদের যাদেরকে বলছেন তাদেরকে আলাদাভাবে মেনশন করেছেন.  এটি থেকে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক কোন এক ব্যক্তির কাছ থেকে কিছু জানতে আগ্রহী বা তাকে প্রশ্ন করেছেন। হুট করে কেউ যদি পোস্টটি দেখে, তাহলে ভাষা না জানলেও সে বিষয়টিকে খারাপ ভাবে নিবে না। আর যেহেতু এখন বাংলা কমিউনিটি প্রতিনিয়ত মডারেট করা হচ্ছে সুতরাং বাইরে থেকে অথবা অন্যান্য আলাদা বোর্ডের সিনিয়র মেম্বাররা অবশ্যই মাঝে মাঝে এখানে এসে আমাদের এক্টিভিটি গুলো দেখে যাবে। অনেকেই হয়তো অনুবাদ করে দেখবে না, তবে চোখের পলকে একটি পোষ্টের যেই মান, তা যেভাবে মেনশন করে পোস্ট করা হয়েছে তা ধরে রাখতে পারে নাই । সুতরাং আমি তাদেরকেই বলেছি । আপনি যেটা বললেন যে অনুপ্রেরণা, আসলে ভাই আমি ইন্ট্রোভার্ট টাইপের। সহজে কোন ডিসকাশনে জড়াই না। এ থেকে বুঝতেই পারছেন বিশেষ কোনো প্রয়োজন অথবা আপনাদের করা প্রশ্নের যেই উত্তরটা, আমি জানি সে বিষয়ে রিপ্লাই দিয়ে থাকি।  সুতরাং আগে যেভাবে বললাম, জিজ্ঞেস করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এবং যখন আমি যখন কোন পোস্ট করব, তখন যে পোস্টগুলো সুন্দর হবে, সবগুলো একসাথে কোট করে পোস্ট করব। শুধুমাত্র পোষ্টের বিষয়ে উৎসাহ দিয়ে আরেকটি পোস্ট করা হয়তো স্প্যাম হিসেবে একাউন্ট করা হবে। এইজন্যই আমি হয়তো সেভাবে আপনাদের অনুপ্রেরণা দিতে পারছিনা। তার জন্য আমি খুবই দুঃখিত।
Quote
যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
নাম উল্লেখ করা বা মেনশন নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। কারণ কোন স্পেসিফিক কাউকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং তাদের কাছে প্রশ্নের উত্তর থাকলে আপনারও জানতে সুবিধা হবে। আর এই শেখার মাঝে আমরা অনেক কিছু শিখে নিবো।  তবে উপরে যেভাবে বললাম, সবাইকে একসাথে এইভাবে মেনশন দিয়ে যারা পোস্ট করেছেন তারা এটি থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে  মেনশন এর ব্যবহারের মাধ্যমে পোস্ট করুন। তাহলে আশা করি কেউ আপনাদের কে আর কিছু বলবে না।