আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।
বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।
যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।