অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ
https://img001.prntscr.com/file/img001/QA8GbWgATcOa3yYS6OqIxQ.pngবিষয়টা সত্যি হাস্যকর। যারা এমন কার্যকলাপ করেন তারা কখনো বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য প্রয়োজন নিজের প্রচেষ্টা। এরা নিজে চেষ্টা করেন না। নিজেদের উপর তাদের কোনো কনফিডেন্স নাই আর এ কারনেই ইনবক্স করে এরা মেরিট ভিক্ষা চায় আবার না দিতে চাইলে টাকার অফার করেন। এদের থেকে সাবধান, অনেকে আছেন কাউকে বিপদে ফেলার জন্য এমন কনভারসেশন তৈরি করে এবং সুযোগ পেলে এসব প্রমান সহ ফোরামে পোস্ট করে বিপদে ফেলার চেষ্টা করে। বাংগালী হয়ে বাংগালীর কথা না বললেই নয়। বাংগালী জাতি সবচাইতে খারাপ এরা নিজে বড় হতে পারবে না আবার কেউ ভালো পজিশনে থাকলে তাকে কেমনে টেনে নামাবে সেটা নিয়ে ব্যাস্ত থাকে। তাই এই আবর্জনা থেকে সর্বদা সাবধানে থাকবেন। আর এমন ম্যাসেজ পেলে তাৎক্ষণিক ব্লক করে দেন।