Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Worsh
on 08/06/2023, 09:01:17 UTC
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
জি ভাই আমার ভুল হয়েছে আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি এখানে কিছু দিন ধৈর্য ধরে থাকেন সমস্ত কিছু জানতে এবং বুঝতে পারবেন । আপনি দেখেন বড় ভাই যারা আছে কিভাবে পোস্ট করে এবং কি পোস্ট করে সমস্ত কিছু আপনি জানতে পারবেন । আর অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে না হলে আপনি কখনো সফল হতে পারবেন না । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসেন ওইখানে সমস্ত বিষয় দেওয়া আছে । যেমন কিভাবে পোস্ট করতে হবে মেরিট সম্পর্কে জানতে পারবেন আরো অনেক কিছু এককথায় বলতে গেলে সমস্ত কিছুই জানতে পারবেন । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসুন ধন্যবাদ ।