Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bounty Inspectors
on 08/06/2023, 10:42:54 UTC
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ

কিছু মেম্বার (বিশেষ করে নতুন) মনে করে মেরিট সবকিছু। কি লাভ হবে তাদের টাকা দিয়ে মেরিট নিয়ে সেটাও জানার চেষ্টা করেনা।
যারা মেরিট চেয়ে বেড়ান, বা টাকা দিয়ে মেরিট নেন কি হবে আপনার ঐ মেরিট দিয়ে। আপনি মেরিট নিলেন আপনার কোন যোগ্যতা নেই আপনি ফোরাম সম্পর্কে, কিপ্টোরেন্সি সম্পর্কে কোন কিছু জানলেন না তাহলে আপনার মেরিট আপনার কোন কাজেই আসবে না।
বিষয়টা এমন হয়ে গেল, ঘুষ দিয়ে সার্টিফিকেট নেয়ার মত, ঐ সার্টিফিকেট দিয়ে কি ভালো কোন জব পাওয়া যাবে? তেমনি আপনার আপনার একাউন্টে মেরিট থাকল কিন্তু সেটা কোন কাজেই আসবে না যদি আপনি এ বিষয়ে জ্ঞান না রাখেন।
আর @shasan ভাই আপনাকে টাকার বিনিময়ে মেরিট দিবে কেমনে ভাবেন?