Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 4 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 08/06/2023, 15:25:01 UTC
⭐ Merited by Worsh (1) ,Crypto Library (1) ,BD Crypto (1) ,Dimitri94 (1)


সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD
ধন্যবাদ এইটা শেয়ার দেয়ার জন্য। এইটা নিয়ে কি কোন মিডিয়া নিউজ করছে সম্প্রতি? কেউ জানেন এই বিষয়ে কিছু?
যাই হোক, আমরা যারা বাইন্যান্সে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতেছি তারা আসলেই খুব ঝুঁকির মধ্যেই লেনদেন করতেছি। এখন বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়েছে তাই বলে না, এইটা আসলেই আগেও একই ধরনের ঝুঁকিপূর্ণ ছিল। যে কোন সময় কর্তৃপক্ষ চাইলেই আমাদের গ্রেফতার করতে পারে। যেহেতু, আগে কখনো ট্রেডিং এর কথা স্পষ্টাক্ষরে কোন নোটিশে উল্লেখ ছিল না কিংবা ফ্রিল্যান্সারদের কথাও নির্দিষ্টভাবে উল্লেখ ছিল তখন হয়ত অনেকেই বাংলাদেশ ব্যাংকের নোটিশকে ওইভাবে আমলে নেয় নি। কিন্তু এখন ট্রেডার কিংবা ফ্রিল্যান্সার দুইটা গ্রুপের কথাই নির্দিষ্টভাবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক, মানে নিশ্চয়ই তারা বিভিন্ন এক্সচেঞ্জে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বাংলাদেশ থেকে কি পরিমাণে হচ্ছে সে বিষয়ে অবগত আছেন এবং মনিটরিং করে আসছেন। তবে, এখন আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এইটা নিয়ে ভালো তৎপর হয়ে উঠেছেন এবং মনিটরিং বৃদ্ধি করছেন। এইটা ভাবার বিষয়। সবার উচিত লেনদেনে সতর্ক হওয়া। ব্যক্তিগত বিকাশ/নগদ একাউন্টে খুব বেশি এমাউন্ট লেনদেন না করা।
আপনি যেটা বলেছেন সেটাও ঠিক। সরকার রাজস্ব আদায়ের প্রতি অতীতের যে কোন সময় থেকে বেশি মনোযোগ দিয়েছেন।

যারা বিটকয়েনটকে লগ ইন করছেন তাদের প্রতি সতর্কবার্তা-
বর্তমানে টর (TOR) ব্রাউজার ব্যবহার করা খুবই সহজ। সেটা মোবাইল বলুন আর ল্যাপটপ বলুন। ফোরাম ব্যবহার করতে অবশ্যই টর ব্রাউজার ব্যবহার করবেন। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন মনিটরিং করে, মানুষের অনলাইন এক্টিভিটি মনিটরিং করে আগানো তাদের জন্য খুবই সহজ। টর ব্যবহার করে আপনি সে দিক থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারেন।