Post
Topic
Board Other languages/locations
Merits 6 from 4 users
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 08/06/2023, 17:07:13 UTC
⭐ Merited by Little Mouse (3) ,Crypto Library (1) ,Learn Bitcoin (1) ,Fuso.hp (1)
ধন্যবাদ এইটা শেয়ার দেয়ার জন্য। এইটা নিয়ে কি কোন মিডিয়া নিউজ করছে সম্প্রতি? কেউ জানেন এই বিষয়ে কিছু?
ভাই এটা নিয়ে সম্প্রতি কোন নিউজ আমার চোখে পড়েনি কিন্তু প্রায় ৭-৮ মাস আগে অর্থাৎ ২০২২ সালের শেষের দিকে আমি একটি নিউজ পেয়েছিলাম যেখানে একটু কারেন্সি লেনদেন কে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং শাস্তি হিসেবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দন্ডিত হওয়ার একটি নিউজ আমি পেয়েছিলাম। যেহেতু বর্তমানে নগদ একটি সরকারি ডাক সেবা আর্থিক লেনদেন সেবা হিসেবে এটিকে প্রচার করছে তাই আমাদের আরো একটু সচেতন হওয়া উচিত। আসলে আমরা বাংলাদেশি বাংলাদেশের আইন কি আমাদের সম্মান করতে হবে তবে আমি বিস্মিত যেখানে অন্যান্য দেশের কিপ্টো কারেন্সি কে বৈধতা দেয়ার চেষ্টা চলছে সেখানে বাংলাদেশে এ ধরনের নিউজ সত্যিই হতাশা জনক।