
~snip~
বিষয়টা আসলেও অনেক বেশি জনক, কিন্তু আমাদের কাছে নতুন বিষয় না এর আগেও আমরা এরকম শুনেছি অনেক ধরপাকড় হয়েছে আশেপাশে এটা দেখেছিও। তবে আমার মনে হয় এবার আমাদের আরেকটু বেশি সচেতন হওয়া উচিত কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশের রিজার্ভ খালি তাই সরকার চাচ্ছে যে যেখান থেকে যেভাবে পারোক অর্থ আদায় করতে। আর এর জন্য হয়তো আগের বারের থেকে এবার আরো কড়াকড়ি দেখা যেতে পারে। আর এর জন্য আমাদের প্রতিটা P2P লেনদেনের সময় সতর্ক থাকতে হবে।
এ নিয়ে আমার লেখা পূর্বে কিছু সর্তকতা সমূহ কোট করে দিলাম, পাশাপাশি আরও কিছু সংযোজন করার কিছু থাকলে আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন
আমি এখনো পর্যন্ত মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাইনান্স এর পিটুপি থেকে লেনদেন করেছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার সাথে এরকম কিছু হয়নি। হবে না যে এরকম ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমি যখন পিটুপিতে লেনদেন করি নিজের কয়েকটি বিষয় মাথায় রেখে করি। আশা করি আপনারাও করলে প্রতারণার শিকার হবেন না।
- প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে লোভে পড়বেন না।
- তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন, এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড করেছে এমন ট্রেডারদের সিলেক্ট করতে পারেন, এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
- তারপর ঐ ট্রেডার এর ট্রেডিং হিস্টোরি এবং ফিডব্যাক গুলো চেক করুন
- অনেক সময় এভারেস্ট রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
- যতটা পারেন মেসেজিং এ কম কথা বলবেন এবং ক্রয় করার সময় ওই ট্রেডার যদি ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
- আর সর্বশেষ এপস এবং মেসেজ এ টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত রিলিজ করবেন না।