Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 09/06/2023, 10:19:27 UTC
হুম ভিপিএন ইউজ করলে খুব শিগ্রই হয়ে যায় কিন্তু আবার কত সময় ভিপিএন ইউজ করেও কাজ হয় না । আর মোবাইল দিয়ে ইউজ করলে একটু সমস্যা হবেই আমি এইটা অনেক দিন ধরে ইউজ করি এখন আর আমার কোনো সমস্যা মনে হয় না
ভিপিএন  ইউজ করলে হতে পারে  তাড়াতাড়ি হচ্ছে ,  এটা অবশ্য কোন ভিপিএন ইউজ এটার উপরে ডিপেন্ড করে আপনার নেট স্পিড এর উপর ডিপেন্ড করে।  কিন্তু  ফ্রি ভিপিএন ইউজ করার থেকে  এই TOR  ব্রাউজার ইউজ  করলে আমি মনে করি বেশি  secure থাকা যাবে  তাছাড়া tor  ব্রাউজার ইউজ করার সময় আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন  এখানে এক্সট্রা সিকিউরিটি পাবেন।
আর যেহেতু টোর ব্রাউজারে  লগইন  এবং পাসওয়ার্ড সেভ করার কোনো উপায় নাই  তাই আপনাকে bitcointalk  এ   প্রবেশ করার জন্য বার বার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে  ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া  তেমন সময়ের ব্যাপার হয় না কিন্তু যখন আপনি ক্যাপচাটি পূরণ করতে যাবেন তখন প্রবলেমে পড়বেন।  বারবার  ক্যাপচা পূরণের এই সমস্যাটি দূর করার জন্য হয়তো  theymos  এই  ক্যাপচা বাইপাস  কোড এর ব্যবস্থা করেছে।