নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:
কাট~
আমার মনে হয় ধৈর্য সবথেকে বেশি প্রয়োজন। কারণ যাদের ধৈর্য কম তারাই কম সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলার জন্য ব্যাকুল হয়ে পড়ে যার কারণে আগে পরে কোন কিছু চিন্তা না করেই কপি পেস্ট সহ অন্যান্য ভুল গুলো করে থাকে। হয়তো তাদের এই ভুলগুলো এখন বড় করে দেখা হচ্ছে না কিন্তু যখন তারা কিছু পদোন্নতি লাভ করবে তখন তারা বুঝতে পারবে অতীতে তারা কি মারাত্মক ভুলগুলো করেছে। এখন তারা কপি পেস্ট করছে হয়তো তারা ভাবছে কপি পেস্ট করার ফলে কেউ তাদের ভুলগুলো ধরতে পারবেনা যখন এইসব ব্যক্তিগণ ফুল মেম্বার এর মত পদমর্যাদা লাভ করবে তখন বিভিন্ন সদস্য তাদের এই ভুলগুলো সকলের সামনে নিয়ে আসবে তখন বিভিন্ন মডারেটর বা DT সদস্যরা সেই অ্যাকাউন্ট ব্যান করে দিতে এক বড় চিন্তা করবে না। তো যারা এ ধরনের কাজ করছেন আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান ভবিষ্যতে যেয়ে যেন অতীতের সামান্য ভুলের জন্য আফসোস করতে না হয়। আরো একটি বিষয় হচ্ছে ফোরামে এসেছেন ধৈর্য ধরুন এবং কিছু জানার চেষ্টা করুন যারা জানার চেষ্টা করে তারাই জানতে পারে এবং যারা জানে তারাই সফলতা অর্জন করতে পারে।