যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে কি আমাদের দেশে বা অন্যান্য দেশের ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে পারে।। আপনার পোষ্টটি দেখে বিনান্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।
আশা করি বড় বড় সিনিয়র মেম্বার ভাইয়েরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাবেন।
ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন বলতে আপনি আসলে কি বুঝিয়েছেন সেটা যদিও বুঝলাম না তারপরও বলছি যে যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর কথা বলেন তাহলে বাইনান্স বলেন কু কয়েন বলেন কোনোটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে আপনার টাকা সেখানে ইনভেস্ট করে ঘুমিয়ে থাকা উচিত হবে না। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জাররে টাকা রাখা মানে টাকা আপনি অন্যের আমানতে দিয়ে দিয়েছেন, বর্তমানে বাইনান্স ইউএস এর কার্যক্রম স্থগিত করেছে আর সেই হিসেবে তার ইম্প্যাক্ট অলরেডি আপনারা ক্রিপ্টো বাজারে দেখতে পাচ্ছেন যদিও মার্কেটের লাল বাত্তি এখন একটু একটু করে সবুজ হচ্ছে।
আমার পোষ্ট টি পড়ে কেউ মন খারাপ করবেন না। আমাদের থ্রেড টা কয়েক পেজ পড়লে মনে হবে এখানে রেংক আপ, মেরিট ছাড়া অন্য কিছু নিয়ে কোনো আলোচনাই হয় না। কয়েকটা পেজ একটু পড়ে দেখেন তো, আমাদের থ্রেড এ কি আছে পড়ার মতো? সবাই শুধু মেরিট কেমনে পাবো? রেংক আপ কেমনে করবো? আর কয়েকজন ইন্টারনেট থেকে আর্টিকেল কপি করে ট্রান্সলেট করে পোষ্ট মেরে দিচ্ছেন। সোর্স দিয়ে আপনি চাইলে পোষ্ট করতেই পারেন। তবে আপনার এটা বোঝা উচিত যে এই পোষ্ট টা আসলে কারো পড়া জরুরী কি না। নিউজটা বা আর্টিকেল টা থেকে কিছু জানার বা শেখার আছে কি না।
এখানে আসলে মন খারাপ করেও কোন লাভ নেই, সত্য কথাটা আপনার পোষ্টের মাধ্যমে বের করে দিয়েছেন। বিষয়গুলো আরো বেশি খারাপ দেখা যায় এটি থ্রেড হওয়ার কারণে যদি লোকাল বোর্ড থাকতো আলাদা আলাদা সাব বোর্ডে শুধু রেংকিং আপ নিয়ে আলাপ আলোচনা করলে হয়তো তেমন খারাপ দেখা যেত না। তবে অন্যদের কথা বলতে গেলে তাদের ক্ষেত্রে শুধু এই ধরনের পোস্টটি নয় আরো বিভিন্ন পড়ার মতো জানার মত বিষয়গুলো থাকে।
আর যদি বলতে আসি ট্রান্সলেশন এর কথা নিয়ে ভালোভাবে যদি কেউ বিভিন্ন রিসোর্সগুলো ট্রান্সলেশন করতে পারে তাহলেও আমি মনে করি আমাদের লোকাল থ্রেড অনেক এগিয়ে যাবে, যাই হোক সবার উদ্দেশ্যে বলবো যে ফোরামের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করুন এবং বিভিন্ন রিসোর্সগুলো যদি এখানে শেয়ারও করেন আপনার এবং আমাদের এর জন্য ভালো হবে।