Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 11/06/2023, 21:04:21 UTC
⭐ Merited by Fuso.hp (1)
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:
আমাদের মত নতুন নতুন মেম্বাররা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার একটাই কারণ সেটা হচ্ছে ধৈর্য। আমাদের কারোর তেমন ধৈর্য নেই, বিশেষ করে যারা ফোরামে নতুন আসে। অনেকে নিজ থেকে কিছু না জেনে অন্যদের থেকে জেনে ফোরামে আসে এবং আমাদের লোকাল বোর্ডে এসে মেরিটের জন্য এবং রেঙ্ক কাপ করার জন্য পাগল হয়ে যায়। অথচ তারা এটা বুঝে না এখানে মেরিটের জন্য না বলে, রেংক আপের জন্য চেষ্টা না করে বরং ধৈর্য সহকারে নিজের জ্ঞান ধারণাকে এখানে বিকশিত করতে হবে। তাহলেই কেবল মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ফোরামের নতুন আসবেন অবশ্যই আপনারা আপনাদের জ্ঞানকে সঠিক জায়গায় ব্যবহার করে রেংক আপের চিন্তা করুন।
ধন্যবাদ Cheesy
এই ভাই টি ঠিক কথায় বলেছেন আমরা যারা নতুন তারা সব সময় পরিশ্রম না করে সফলতা অর্জনের জন্য তাড়াহুড়া করে থাকে ।এবং আমাদের ধৈর্য অনেকটাই কম। তাই আমাদের সর্বপ্রথম আমাদের কাজকে ভালোবেসে ধৈর্যের সাহায্যে করতে হব। এই ফোরামে অনেক সিনিয়ার ভাইরা অনেক শিক্ষনীয় ও ভালো মানের পোস্ট করে থাকেন। সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে আমাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আর আমাদের পোস্টগুলো যদি একটু ভালো হয় তাহলে সিনিয়র ভাইদের কাছে মেরিটের ভিক্ষা চাইতে হবে না। আমাদের পোস্টগুলো যদি তাদের কাছে ভালো লাগে অথবা তাদের মনে হয় পোস্টগুলো একটু ভালো মানের হয়েছে তাহলে তারা আমাদেরকে ভালোবেসে মেরিটের দিবেন।আমাদের লোকাল বোর্ডে বড় ভাইদেরকে বলবো আমরা যারা নতুন আছি আমরা যদি কোন খারাপ মানের পোস্ট করে থাকি তাহলে সে ভুলগুলো আমাদেরকে অবশ্যই ধরিয়ে দিবেন।