Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
MDBD
on 12/06/2023, 07:30:47 UTC
আমার পোষ্ট টি পড়ে কেউ মন খারাপ করবেন না। আমাদের থ্রেড টা কয়েক পেজ পড়লে মনে হবে এখানে রেংক আপ, মেরিট ছাড়া অন্য কিছু নিয়ে কোনো আলোচনাই হয় না। কয়েকটা পেজ একটু পড়ে দেখেন তো, আমাদের থ্রেড এ কি আছে পড়ার মতো? সবাই শুধু মেরিট কেমনে পাবো? রেংক আপ কেমনে করবো? আর কয়েকজন ইন্টারনেট থেকে আর্টিকেল কপি করে ট্রান্সলেট করে পোষ্ট মেরে দিচ্ছেন। সোর্স দিয়ে আপনি চাইলে পোষ্ট করতেই পারেন। তবে আপনার এটা বোঝা উচিত যে এই পোষ্ট টা আসলে কারো পড়া জরুরী কি না। নিউজটা বা আর্টিকেল টা থেকে কিছু জানার বা শেখার আছে কি না।
আমি বাংলা থ্রেডে যেটা দেখতে পাচ্ছি কিছু মেম্বার রয়েছে যারা সব সময় নজর রাখছে কোন মেম্বার কবে জুনিয়র মেম্বার হচ্ছে মেম্বার হচ্ছে এদের কে অভিনন্দন জিনিয়ে বাংলা থ্রেড একদম বাজে অবস্তা করে রেখেছে।আমি মনে করি এই সব পোস্ট থেকে আমাদের দূরে থাকতে হবে।আমরা যদি নিজেরা এই সব বাজে পোস্ট করা থেকে বিরত থাকি তাহলে মনে হয় আমাদের বাংলা থ্রেড এর মান আরো ভালো হবে।যারা এই সব বাজে পোস্ট করছেন তাদের আমি বলি ভাই আপনার এখানে এমন কোন পোস্ট করেন যা থেকে আমরা নতুন যারা রয়েছি তারা ভালো কিছু যানতে এবং শিখতে পারি।