Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 12/06/2023, 19:10:12 UTC
⭐ Merited by LDL (1)
ইদানিং দেখতে পারছি  অনেক মেম্বার টাকার বিনিময়ে মেরিট সেল দিচ্ছে। আমাকে অনেক মেম্বার মেরিট দেওয়ার জন্য টেলিগ্রাম এ এসএমএস দিচ্ছে। এই ভাইদের কে কি করা উচিত। যারা টাকার বিনিময় মেরিট সেল দিচ্ছে?  এই বাংলা কমিউনিটি বোর্ডের নতুন মেম্বাররা তারা একটু সাবধান থাকবেন এ ধরনের প্রতার কের জালে পা দিবেন  না । এরা টাকা নেওয়ার পর আপনার টাকা মেরে দিবে । এদের থেকে দূরে থাকুন.. এবং এ ধরনের মেরিট নেওয়ার আশা  থেকে বেরিয়ে আসুন ।

আপনার দেওয়া ছবি থেকে ইনফরমেশন এর মাধ্যমে যা জানতে পারলাম, এটি CryptoE@rn804 এর প্রোফাইল।

টেলিগ্রাম বাউন্টি গ্রুপ থেকে পাওয়া নাম এর ভিত্তিতে।


এবং বাউন্টি স্প্রেডসিট থেকে নেওয়া।


মেরিট কেনা বেচা এই ফোরাম এ নিষিদ্ধ। এই কাজ করলে আপনি অপরাধী। তবে মজার বিষয় হচ্ছে, cryptoearn89 এর নিজের প্রোফাইল এই একটা মেরিট নেই। আপনাকে উনি কিভবে মেরিট বিক্রি করবে।  Cheesy

তবে তার অল্ট আক্যাউন্ট থাকতে পারে যা আমরা জানি না। চিন্তার বিষয়। ইনি লোকাল থ্রেড এ পুর্বে পোস্ট করেছেন। তবে এনার থেকে এইটা আশা করি নাই।
Little Mouse, LDL, Crypto Library, shasan ভাই, বলেন কি করা যায়? ট্যাগ করে দিবো? দিলে হয়ত আমাদের লোকাল কমিউনিটির বদনাম হবে। কিন্তু না করলে অন্যান্য গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই কাজ করলে তখন বিষয় টা আরও খারাপ হয়ে যাবে।
তাকে খুজে বের করতে কিন্তু ৫ মিনিট এর বেশি সময় লাগে নি। সুতরাং এটিকে ওভারলুক করলে পরবর্তী তে আমাদেরই রেপুটেশন খারাপ হবে। আপডেট জানাবেন।