~~
১. যেহেতু আপনি পরিচয় বের করেছেন এবং এটাও বের করেছেন যে তার প্রোফাইল ঘেটে দেখেছেন কোন সেন্ডেবল মেরিট নেই। তাহলে বিষয়টি কি দাঁড়ালো। একজন মেরিট বিক্রেতা অথচ তার কোন মেরিট নেই।
২. এটা আলোচিত সাজানো ঘটনা হতে পারে। নিজেকে সৎ প্রমাণ করার জন্য হয়তো তার অন্য একটি টেলিগ্রাম একাউন্ট থেকে মেসেজ করে কয়েকদিন পর তার রিপ্লাই দিয়ে সেটার স্ক্রিনশট আমাদেরকে দেখিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে। আপনি যেহেতু পরিচয় বের করেছেন সেও তো আপনার উচিত শাস্তির আওতায় আনা।