সাতোশি নাকামোতোনামা
আজকে টুইটারে কিছু ইনফরমেশন খুঁজতে গিয়ে এই বিষয়টি চোখে পড়ল। তাই আপাতত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। বিষয়টি অন্যরা কি নাম দেবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতোশি নাকামোতোর এই বিষয়টিকে সাতোশি নাকামোতো নামা হিসেবে আখ্যায়িত করলাম।
আপনার পোস্টটিতে পিকচারগুলির সাইজ যদি একটু কমিয়ে নিতেন তাহলে অবশ্যই ভালো হতো। পোস্টের যায়গা কম লাগতো আপনার পোস্টটি দেখতেও ভালো লাগতো।
Bitcoin কি ? বিটকয়েন কিভাবে কাজ করে
By Rahul Das / ইন্টারনেট টিপ্স
আমার মনে হয় না আমাদের এই লোকাল সেকশনের এমন কোন ভাই নেই যে বিটকয়েন কি জানে না। সাধারণত ৮-১০ লাইনের পোস্ট গুলি পড়তে বিরক্তিকর লাগে। আর আপনি এত বড় পোস্ট করেছেন প্রায় এক পেজের মতো। আর বিটকয়েন মাইনিং নিয়ে আগেও আলোচনা করা হয়েছে আপনি পূর্বের পোস্ট গুলি পড়তে পারেন।
@Poorman2 এবং @AbidAyman আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি গত 15 আগেই Learn Bitcoin ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন আপনারা কি সেটি দেখতে পাননি? কোট করেছেন এইভাবে 2- ৩ টা কোট করলে দেখা যাবে একটি পেজ পূর্ণ হয়েছে। আমি Learn Bitcoin ভাইয়ের পোস্ট টি কোট করে দিলাম পড়ে নিতে পারেন.
নতুনরা যারা অন্যকে কোট করে রিপ্লাই দিচ্ছেন, আপনারা পুরোটা পোষ্ট কোট করে রিপ্লাই দিচ্ছেন। এতে করে আসল রিপ্লাই এর চাইতে কোট করা অংশটুকু বেশী যায়গা নিয়ে নিচ্ছে। কোট করার সময় যেই অংশটুকুর রিপ্লাই দিচ্ছেন, শুধু সেটুকু রেখে বাকিটুকু কেটে দিবেন। এত করে পোষ্ট টি দেখতে সুন্দর লাগবে। সবাই একটু শৃংখলা বজায় রাখুন। অপ্রয়োজনীয় আলাপ আলোচনা না করি।