আমাদের লোকালদের যে কি পরিনাম সুনাম, তা গ্লোবালে এক্সপ্লোর করলেই বুঝা যায়। কখন কে কি করে কিছুই বুঝতেছি না। কে কোন আমলে কি করে গেছে, সেটার সাথে অন্য কারো মিল খুজে সেটার মাঝে অন্যদের ও মিল খোজা হয়। আর এটার মধ্যে আবার আমাদের দেশীরা ফুয়েল দেয়। সবাই লোকালে যা করেন, সেটার ইফেক্ট গ্লোবালেও পড়ে। অতিরিক্ত লোকালে পড়ে থাকলেও ঝামেলা। এগুলাও নাকি সন্দেহজনক। অনেকেরই হয়তো ২য় একাউন্ট আছে। আমারো খোলা দরকার মনে হচ্ছে। লোকাল যেমন অনেকের জন্য ভালো, তেমনি আবার অনেকের জন্য অভিশাপ হয়ে আসছে। এর দ্বায় আসলে কার? কে অপরাধ করে চুপ করে বসে থাকে, আর কে অপরাধ না করে বসে থাকে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো কোনো কনটেষ্ট এ অংশগ্রহন করি নাই। করার ইচ্ছে থাকার পরেও করি নাই। মেরিট ফিশিং পোষ্টও করি নাই। তারপরও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে আসলে হচ্ছে টা কি?
এই ভাইটির পোস্টে আমার খুবই ভালো লেগেছে @sj13 ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমার মনে হয় @sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি। মজার বিষয় হল সে বলেছেন cryptoearn89 টাকার মাধ্যমে মেরিট বিক্রি করেন। কিন্তু তার প্রোফাইলে গেলে সবাই সহজে বুঝতে পারবে তার প্রোফাইলে তো শূন্য মেরেড সে কেমন করে ম্যারিড বিক্রি করবে। আমার মনে হয় এইরকম মিথ্যে পোস্ট করলে এটা ফোরামের জন্য খুবই অসম্মানজনক একটি কাজ হবে। @sj13 ভাই এই কথাটি মাথায় রাখা উচিত ছিল আর এই চালাকিটি সব সহজেই বুঝতে পেরেছে। আশা করি সে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না।