আসলে ভাই এখানে আপনাকে ব্যাবহার কিরে অন্যে উঠে যেতে চাচ্ছে যেমন আপনাকে উল্লেখ করে অন্যজন মেরিট পাচ্ছে।
আসলে কিছু কিছু লোকাল ছোট ইউজারদের Target এই থাকে বড় কোনো মেম্বার কে ফলো করে তাকে সিম্পাথি দিয়ে মেরিট হাতিয়ে নিচ্ছে।
ভাই আপনার কাছে কি মনে হয়, বাংলা লোকাল বোর্ডের যারা আছে তারা সকলে বোকা বা মূর্খ। আমিও তো অনেক সিনিয়র ভাইদেরকে ফলো করি, কই তাদের কাছ থেকে তো আমি তেমন কোন সাপোর্ট পাই না। @Learn Bitcoin ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি যা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। কই আমি তো @Learn Bitcoin ভাইয়ের থেকে আজ পর্যন্ত কোন মেরিট পাইনি।
@sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি।
একটা কথা মনে রাখবেন ভাই,
যে যত নড়ে, সে তত গাঁড়ে। নিজেকে চালাক ভাবাটা এক ধরনের মূর্খতা। সে যদি নিজেকে চালাক মনে করে আর সবাইকে বোকা! তাহলে তার থেকে বড় মূর্খ আর হয় না।